ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

চাকরি না পাওয়ার হতাশায় ঢাবি ছাত্রের আত্মহত্যা!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, অক্টোবর ২৮, ২০২১
চাকরি না পাওয়ার হতাশায় ঢাবি ছাত্রের আত্মহত্যা!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আদনান সাকিব ২০১২ সালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সাকিবের রুমমেট ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র সাইফুল বাংলানিউজকে এ তথ্য জানান।

তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০০৫ নম্বর রুমে থাকতেন।  

সাইফুল বলেন, ২০১২ সালে আদনান যখন কলেজে পড়ছিল, তখনও এরকম অ্যাটেম্পট (আত্মহত্যার চেষ্টা) নিয়েছিল। তার হতাশা ছিল জব না পাওয়া নিয়ে। কারণ সে বেশিক্ষণ পড়তে পারত না। ঘুমাতে হতো। এটা নিয়ে সে খুব হতাশ ছিল। আমি তাকে সবসময় মোটিভেশন দিতাম যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও সবাই জব পাচ্ছে, তুই আরও ভালো জব পাবি।

সাইফুল আরও বলেন, সবশেষ বাড়ি থেকে আসার পর সবাইকে অ্যাভয়েড করে চলত সে। হয়তো সে এটা প্ল্যান করে রেখেছিল।  

বুধবার রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাবির ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আদনান সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

আরও পড়ুন: 
নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর লাশ আবাসিক হোটেলে

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসকেবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।