ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
সাভারে সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আটক মানিক মোল্লা

সাভার (ঢাকা): সাভারে সোহেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মানিক মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

মানিক রাজবাড়ী জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে  গত ২০ নভেম্বর সন্ধ্যায় সোহেল হোসেনকে বাড়ি থেকে ডেকে এনে সাভারের ডেলটার মোড়ে একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর ফেলে এলোপাথারিভাবে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে নাভির নিচে পোঁচ দিলে তার নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতের দিনাজপুরের বিরামপুর থেকে প্রধান আসামি মানিককে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক মানিক। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ