মাগুরা: বসুন্ধরা গ্রুপের সহায়তায় মাগুরায় শীতার্ত ৪শ’ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভ সংঘ মাগুরা জেলা শাখা। মাগুরার প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের পিটিআই প্ররিক্ষণ বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
দুপুরে শুভ সংঘের কম্বলের কুপন হাতে আদিবাসী, ঋষি, দলিত, মাঝি, মালি, হরিজন সম্প্রদায়সহ সংবাদপত্র হকার, রিক্সা-ভ্যান চালক এ ধরনের বিভিন্ন শ্রেণী পেশার শীতার্ত মানুষ এসে জড়ো হতে থাকে সারিবদ্ধভাবে বসে যান প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাঠের সবুজ চত্বরে। কুপনের বিনিময়ে শুভ সংঘের বন্ধুরা তাদের হাতে হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভ সংঘ মাগুরা জেলা শাখার সভাপতি লেখক গবেষক পরেশ কান্তি সাহা। এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, মাগুরা পি টি আই সুপারিনটেন্ডেন্ট শাহিদা বেগম, কালের কণ্ঠের মাগুরা প্রতিনিধি শামীম খান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ মাগুরা প্রতিনিধি, বাংলা নিউজ প্রতিনিধি জয়ন্ত জোয়ার্দার, শিক্ষিকা শারলিনা আক্তার সাম্মি, বাসনা রায়, কালের কণ্ঠ শুভ সংঘ মাগুরা জেলা শাখার যুগ্ম সম্পাদক সুকান্ত বিশ্বাস, বলরাম বসাক, সমীরন রায়, আশরাফ খান, তিতাস খান,লিটন ঘোষ জয়, প্রসনজিত সিংহ প্রমুখ। বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বল প্রাপ্ত শীতার্ত মানুষেরা।
বসুন্ধরার পক্ষ থেকে মাগুরার জন্য বরাদ্দকৃত মোট ১ হাজার কম্বলের মধ্যে প্রথম দিনে মাগুরা সদরের এই পিটিআই মাঠে ৪শ’ কম্বল বিতরণ করা হয়।
এছাড়া মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলা সদরে ও পরবর্তিতে শ্রীপুর উপজেলায় শীতার্তদের মধ্যে দেওয়া হবে আরও ৬শ’ কম্বল।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএইচআর