ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

৭ দফা দাবিতে ব‌রিশালে ই‌জিবাইক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
৭ দফা দাবিতে ব‌রিশালে ই‌জিবাইক শ্রমিকদের বিক্ষোভ ...

বরিশাল: সাত দফা দাবিতে বরিশালে জেলা ও মহানগর ব্যাটারি চালিত ইজিবাইক হলুদ অটো রিকশা শ্রমিক সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের রাখাল বাবুর পুকুর পাড় থেকে মিছিলটি বের বিভিন্ন সড়ক ঘুরে নগর ভবনে গিয়ে শেষ করে।

মিছিল আগে সংগঠনের সভাপতি মোশারফ হোসেন গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ সিকদারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।  

এ সময় বক্তারা ইজিবাইক/হলুদ অটোর গাড়ির বৈধতা দেওয়া, চালকদের লাইসেন্স প্রদান, শহরের দশটি স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করাসহ সাত দফা দাবি তুলে ধরেন। পরে সিটি মেয়রের দপ্তরে আন্দোলনকারীরা একটি স্মারকলিপি দেয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।