ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছের মানসম্মত খাদ্যে গুরুত্ব দিতে হবে: সংসদীয় কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
মাছের মানসম্মত খাদ্যে গুরুত্ব দিতে হবে: সংসদীয় কমিটি 

ঢাকা: স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে মানসম্মত খাদ্য ও ওষুধের প্রতি সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে বলছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে।

 

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বি এম কবিরুল হক, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, মোছা. শামীমা আক্তার খানম, নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং প্রাণ গোপাল দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তরিত আলোচনা ও মৎস্য উন্নয়ন প্রকল্পের ওপর প্রতিবেদন উপস্থাপিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আহরণের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামুদ্রিক ও মিঠা পানির মৎস্য ব্যবস্থাপনার কার্যক্রম অব্যাহত আছে বলে জানানো হয় বৈঠকে।  

বৈঠকে হাওর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির মাধমে আর্থ সামাজিক উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদ উন্নয়ন। গবেষকদের প্রচেষ্টায় বিলুপ্ত প্রায় মিঠা পানির মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ডিম ছাড়ার সময় ও পোনা মাছ সংরক্ষণের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি মৎস ও প্রাণিজ সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনে উপযুক্ত জলাশয়, মানসম্মত খাদ্য, ওষুধ ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।