ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এনা পরিবহনের বাসে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন তিনি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এনা পরিবহনের বাসে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন তিনি 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলা থেকে গাঁজা কিনে ফেরার পথে বগুড়ার মাদক ব্যাবসায়ী বিপ্লব উদ্দিনকে (২২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ওই তরুণকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী বিপ্লব উদ্দিন বগুড়া জেলার মোহনপুর থানার চিকাশি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক বিপ্লব উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে অভিযান পরিচালনা করা হয়। তিনি মাদক নিতে কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে এসেছিল। ফেরার পথে এনা পরিবহণের বাসটি থামিয়ে তল্লাশিকালে বিপ্লবের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বগুড়ায় মাদকের মামলা রয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এফইএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।