ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাভিন গরুর গোশত বিক্রি, ২ কসাইয়ের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
গাভিন গরুর গোশত বিক্রি, ২ কসাইয়ের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত দুই কসাই

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাভিন গরুর গোশত বিক্রির দায়ে দুই কসাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (০১ জানুয়ারি) সকালে তাদের এ দণ্ড দিয়ে কারাগারে পাঠান ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট মো. আজিমউদ্দিন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভাঙ্গার পজেলার মানিকদাহ গ্রামের রেজাউল ফকির (৩৫) ও সাভার ধামরাই উপজেলার হরিদাপাড়ার আব্দুর রহিম (৪০)।  

জানা গেছে, ভাঙ্গার পুকুরিয়া পুরাতন বাজারে ভোরে সাত মাসের গাভিন গরু জবাই করে গোশত বিক্রির সময় জনতার হাতে ধরা পড়ে দুই কসাই।  

এ ঘটনায় গাভিন গরুর মালিক ডাঙ্গী বাঙালকান্দা গ্রামের সলেমান শেখ বলেন, শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে আমার বাড়ি থেকে সাত মাসের গাভিনটি চুরি করে চোরেরা। সকালে খোঁজের একপর্যায়ে ওই বাজারে এসে আমার গাভিটি শনাক্ত করি এবং সাত মাসের একটি মৃত বাছুর দেখতে পাই।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আজিমউদ্দিন বাংলানিউজকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।