ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি তরুণকে গুলি করে মারলো ভারতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
বাংলাদেশি তরুণকে গুলি করে মারলো ভারতীয়

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে লোকেশ রায় (৩৬) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।  

রোববার (০২ জানুয়ারি) তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্তে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা।

নিহত লোকেশ কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।

তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে শনিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা জানান, নিহত লোকেশ রায়ের দেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এলোপাতাড়ি গুলির কারণে নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির আঘাতটি গুরুতর ছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, যতটুকু জেনেছি ভারতীয় খাসিয়াদের গুলিতে লোকেশ রায়ের মৃত্যু হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।