ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে তেলের দোকানে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
লক্ষ্মীপুরে তেলের দোকানে অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে একটি খোলা ডিজেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেলের দোকানের পাশে থাকা একটি মাছের আড়ৎও পুড়ে গেছে।

ওই দোকানের মালিক মো. রিয়াজের দাবি, আগুনে তার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোন ধরণের নিরাপত্তা বা অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছাড়াই মজুচৌধুরীর হাটে বেশ কয়েকটি জ্বালানি তেলের দোকান রয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রঞ্জিত কুমার বাংলানিউজকে জানান, আগুনের সংবাদ পেয় তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে জ্বালানি তেলের দোকান ও পাশে থাকা একটি মাছের আড়ৎ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, বৈদ্যুতিক সর্টশার্কিটের মাধ্যমে তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৪ জানুয়ারি ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।