ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেড়িবাঁধে যুবকের হাত-পা বাঁধা মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
বেড়িবাঁধে যুবকের হাত-পা বাঁধা মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নরুল আমিন তপু (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দারুসসালাম থানার পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তপু দারুসসালাম থানাধীন এলাকায় তার চাচার সঙ্গে থাকতেন এবং চাচার সঙ্গে ব্যবসা করতেন। ডিসেম্বরের ২ তারিখে তিনি (তপু) নিখোঁজ হয়েছেন জানিয়ে তার চাচা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে আজ বেড়িবাঁধ থেকে তপুর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি তাকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা তিনজন সন্দেহভাজন অপহরণকারীকে আটক করেছি।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হবে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।