ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরে ট্রেন দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। ঘটনার পর ট্রেন চালককে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোলনচাঁপা এক্সপ্রেস এমটি রেক ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর যাওয়ার সময় মন্মথপুর জোসাই মোড়ে লাইনে বিকল হয়ে থাকা বালুর ট্রাকে ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটির ৫ বগি উল্টে যায়।

পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর পার্বতীপুর-পঞ্চগড় মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
জেডএ

**রেল লাইনে বিকল ট্রাক, ধাক্কায় উল্টে গেল ট্রেনের ৫ বগি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।