ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আমিরাত ও কাতারে যাওয়ার পথে ১৮০ বাংলাদেশি অসুস্থ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
আমিরাত ও কাতারে যাওয়ার পথে ১৮০ বাংলাদেশি অসুস্থ

ঢাকা: বিমানযোগে আরব আমিরাতে যাওয়ার পথে ১২০ জন এবং কাতারে যাওয়ার পথে ৬০ জন বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেট এবং সামুদ্রিক জেনেটিক সম্পদের ওপর গবেষণার ফল নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানা তিনি।

এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) মোহাম্মাদ খুরশেদ আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিমানযোগে আরব আমিরাতে যাওয়ার সময় ১২০ জন ও কাতারে যাওয়ার সময় ৬০ জন বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তবে যে পরিমাণ কর্মী দেশ দুটিতে যাচ্ছেন, সে তুলনায় এই সংখ্যা খুবই কম। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

কয়েদিন ধরে আরব আমিরাত ও কাতারগামী কর্মীরা বিমানে যাত্রাপথেই অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ বিমানে, কেউ কেউ সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।