ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় মহাসড়কে ট্রাকে ডাকাতি, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ভাঙ্গায় মহাসড়কে ট্রাকে ডাকাতি, আটক ১ আটক সুমন শেখ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে মালভর্তি একটি ট্রাকে হামলা চালায় সংঘবদ্ধ দস্যুরা। এ ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক দস্যুকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি বলেন, মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনগত রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণী ও মৎস্য গবেষণা কার্যালয়ের সামনে প্রাইভেটকার দিয়ে গতিরোধ করে মালভর্তি একটি ট্রাকে চারজন দস্যু সদস্য হামলা চালায়। সে সময় ট্রাকচালক ও তার সহযোগীর (হেলপার) চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় সুমন শেখ নামে এক দস্যুকে আটক করা হয়। জব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ৫৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি দস্যুতা আইনে ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।