ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে ট্রাকচাপায় পথশিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নয়াপল্টনে ট্রাকচাপায় পথশিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে ট্রাকচাপায় বাবু (১৫) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পল্টন থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল জানান, বুধবার রাতে নয়াপল্টন ‘হোটেল মিডওয়ে’র সামনে রাস্তা পার হচ্ছিল বাবু। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত শিশুটি ভবঘুরে ছিল। ফুটপাতে থাকতো। তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।