ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ

নওগাঁ: নওগাঁর মান্দায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের ষড়তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, সকালে এলাকাবাসী গাছের ডালে ওই যুবকের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। যুবকের পরিচয় নিশ্চিত হতে কাজ করছি পুলিশ।

উদ্ধারের সময় ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।