ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের শহর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

বেলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন নারিকেল-সুপারি ব্যবসায়ী বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলাল বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।