ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌড়বিদ টুকু জামিলের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
দৌড়বিদ টুকু জামিলের দাফন সম্পন্ন দৌড়বিদ টুকু জামিলের দাফন সম্পন্ন

পটুয়াখালী: চট্টগ্রামে ম্যারাথনে ফিনিশিং লাইন ছুঁয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া দৌড়বিদ পটুয়াখালীর কৃতি সন্তান গহর জামিল টুকুর (৪৪) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাও. আবু সাইদ।

জানাজা নামাজে স্বজন, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছোট ছেলে গহর জামিল টুকু।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

গহর জামিল টুকু পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে টুকু দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন।

আরও পড়ুন >>> ম্যারাথনে অংশগ্রহণকারীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।