ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গারো ২ কিশোরী ধর্ষণের প্রধান আসামি কিশোর সংশোধনাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
গারো ২ কিশোরী ধর্ষণের প্রধান আসামি কিশোর সংশোধনাগারে  গ্রেফতার আসামি।

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরী গণধর্ষণ ঘটনার খলনায়ক সোলায়মান ওরফে রিয়াদকে (১৭) কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। সে এই মামলার প্রধান আসামি।

 

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ আদেশ দেন।  

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এর আগে বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলার সাত নাম্বার আসামি শরীফুল ইসলাম (২২) আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, গণধর্ষণ মামলায় মোট সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ আসামিকে দুইদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।  

তবে এ ঘটনার অপর এক আসামিকে কারাগারে পাঠানো হলেও ঘটনার মূল খলনায়ক ও মামলার প্রধান আসামি রিয়াদকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

এর আগে গত ৭ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্নস্থান থেকে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে।  

একই রাতে র‌্যাব-১৪ এর একটি দল এই মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেফতার করে।  

পরে গত ৮ জানুয়ারি গ্রেফতার আসামি শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) ও রুকন মিয়াসহ (২১) মোট পাঁচজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে পাশের গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় দুই আদিবাসী কিশোরী।
পরে এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর ১০জনকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন এক কিশোরীর বাবা।  

** বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার গারো ২ কিশোরী 
** হালুয়াঘাটে গারো দুই কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ৫

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।