ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৪ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ১৭, ২০২২
মানিকগঞ্জে ৪ মাদকবিক্রেতা গ্রেফতার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দুটি উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদকবিক্রেতাদের গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।  

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গ্রেফতাররা হলেন, সিংগাইর উপজেলার কানাইনগর এলাকার মৃত জীবন মোল্লার ছেলে পান্নু মোল্লা (৪৮), একই এলাকার মহিন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩২)। সাটুরিয়া উপজেলার পশ্চিম কাওন্নারার ভান্ডারী পাড়া এলাকার চঞ্চল কুলুর ছেলে জুয়েল রানা (৩৬) এবং ওই একই এলাকার গঙ্গাধর সাহার ছেলে নিতাই কুমার সাহা (২৯)।  

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদকবিক্রেতা দলের ৪ জন সক্রিয় সদস্যকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া জেলাকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।