ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ট্রাক্টর-অটোরিকশা চাপায় ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
কুড়িগ্রামে ট্রাক্টর-অটোরিকশা চাপায় ২ শিশুর মৃত্যু প্রতীকী ফটো।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুর্ঘটনায় ট্রাক্টর ও অটোরিকশা চাপায় ইমরান হোসেন সাদিক (৩) এবং রাকিব (৩) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নেওয়াশী ও ভিতরবন্দ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইমরান নেওয়াশী ইউনিয়নের মাস্টারপাড়ার ইছা মিয়ার ছেলে এবং শিশু রাকিব ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানী পাড়ার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নেওয়াশী ইউনিয়নের স্থানীয় একটি ইটভাটার ট্রাক্টর মাটি নেওয়ার কাজে যাতায়াতের সময় বাড়ির সামনে শিশুটি ট্রাক্টরের ওপর ওঠার বায়না ধরে। শিশটির মা সাদিয়া বেগম শিশুটির আবদার রাখতে ট্রাক্টরে তুলে দেয়। পরে ট্রাক্টরে উঠে দুইবার যাওয়া-আসা করে তৃতীয় দফায় ইটভাটার পাশের একটি উঁচু স্থানে ওঠার সময় শিশুটি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুই পক্ষের সমঝোতায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে ভিতরবন্দ দোয়ানী পাড়া সড়কে চাবিসহ অটোরিকশা রেখে অটোচালক বাড়িতে খেতে যায়। পাশেই ২ জন সহপাঠীকে নিয়ে খেলছিল শিশু রাকিব। খেলার সময় তারা অটোরিকশায় উঠে চাবি নিয়ে নাড়াচাড়া করলে হঠাৎ তা এলোমেলোভাবে চলতে শুরু করে। এসময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারালে রাকিবসহ সহপাঠীরা ছিটকে নিচে পড়ে গেলে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নাগেশ্বেরী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) নবিউল হাসান পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।