ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারের এমপি বাবু করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আড়াইহাজারের এমপি বাবু করোনায় আক্রান্ত নজরুল ইসলাম বাবু এমপি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু করোনায় আক্রান্ত  হয়েছেন। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে নিয়মিতভাবে সব সদস্যকে কোভিড টেস্ট করতে হয়।

এর অংশ হিসেবে তিনি শনিবার (১৫ জানুয়ারি) টেস্ট করান। রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।

সহধর্মিণী ডা. সায়মা আফরোজ ইভা জানান, নজরুল ইসলাম বাবু করোনা পজেটিভ হওয়ায় বর্তমানে নিজ বাসায় আছেন। তিনি ভালো ও সুস্থ, স্বাভাবিক আছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।

এদিকে এই সংসদ সদসস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার নির্বাচনী এলাকা আড়াইহাজারবাসী।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।