ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

ত্রিশালে শুভসংঘের কম্বল পেল মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, জানুয়ারি ১৭, ২০২২
ত্রিশালে শুভসংঘের কম্বল পেল মাদরাসা শিক্ষার্থীরা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনা গ্রামের আশেকী দারুল উলম মাদরাসায় বসুন্ধরা গ্রপের সহায়তায় কম্বল বিতরণ করে শুভসংঘ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সংবাদপত্র এজেন্ট কামাল হোসেন।

কম্বল পেয়ে খুশি হয়েছে শিক্ষার্থীরা। তাদের জন্য এই শীতে কেউ কম্বল দেয়নি। শুভসংঘের কম্বল পেয়ে কোরাআন তেলাওয়াত করে মোনাজাতের মাধ্যমে দোয়া করে তারা।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা,জানুয়ারি ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।