ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আহত আতিকার (১০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতিকা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের নুর মহলের মেয়ে। এ নিয়ে দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হলো।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা এনায়েতপুরের দিকে যাচ্ছিল। মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর জামাল উদ্দিন নামের এক বৃদ্ধ মারা যান। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে। বুধবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আতিকা নামের শিশু। আহত বাকি দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বেলকুচিতে পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।