ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আনোয়ার হোসেনের মৃত্যুতে বাংলা একাডেমির শোক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আনোয়ার হোসেনের মৃত্যুতে বাংলা একাডেমির শোক কাজী আনোয়ার হোসেন, ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবীণ সাহিত্যসাধক কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা স্বাক্ষরিত এক বার্তায় শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

শোক বার্তায় বলা হয়, এদেশের এক গুণী সাংস্কৃতিক পরিবারের সন্তান কাজী আনোয়ার হোসেনে। বাংলাদেশের সাহিত্য জগত ও সৃষ্টিশীলতার অঙ্গনে রহস্য উপন্যাসের মাধ্যমে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। এছাড়া বিদেশি সাহিত্যের অনুবাদ পত্রিকা সম্পাদনা, চলচ্চিত্রায়ণ ইত্যাদির মাধ্যমে নতুন প্রজন্মকে সৃষ্টিমুখী করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। তার স্থান সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় বলা হয়, বাংলা একাডেমি কাজী আনোয়ার হোসেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।