ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জগন্নাথপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে কুশিয়ার নদীর বাগময়না এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান উদ্ধারকারীরা।

গত দুই দিন ধরে পুলিশ এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন।  

পুলিশ জানায়, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে বুধবার বিকেলে জুয়া খেলছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জুয়ার আসরে অভিযান চালান। সেখানে পুলিশের ধাওয়ায় চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) নিখোঁজ হন। দুপুরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
 
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।