ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

বিটিআরসির কমিশনার শহীদুজ্জামান মারা গেছেন    

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, জানুয়ারি ২৩, ২০২২
বিটিআরসির কমিশনার শহীদুজ্জামান মারা গেছেন
 

 

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান মারা গেছেন।
 
রোববার (২৩ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


 
বিকেলে মোহাম্মদপুরের বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন।
 
শহীদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
 
মন্ত্রী এক শোকবার্তায় মরহুম শহীদুজ্জামানকে একজন দক্ষ কর্মী উল্লেখ করে বলেন, বিটিআরসিতে তার দীর্ঘ কর্মময় জীবনে যে অবদান রেখেছেন, তা অম্লান হয়ে থাকবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।