ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আলাউদ্দিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টায় মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিনের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে। তার বাবার নাম মাহবুব হোসেন। তারা দুই ভাই-বোন।

আলাউদ্দিনের সহকর্মী ও মামাতো ভাই রাশেদুল ইসলাম জানান, তারা বুধবার গ্রাম থেকে ঢাকায় আসেন। কথা ছিল ফায়দাবাদে নির্মাণাধীন ১০তলা ভবনটিতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করবেন। কিন্তু দুপুরের খাবার শেষে পাঁচতলার মাচা থেকে পা পিছলে নিচে পড়ে যান আলাউদ্দিন। পরে ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্ট) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।