ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

এমপি বাসন্তী চাকমা করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমপি বাসন্তী চাকমা করোনায় আক্রান্ত বাসন্তী চাকমা

খাগড়াছড়ি: সংরক্ষিত আসনের ৯নং সংসদ সদস্য বাসন্তী চাকমা করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

রোববার(৩০ জানুয়ারি) রাতে তিনি ফেসবুকে বিষয়টি জানান। বর্তমানে জ্বর ও কাশি রয়েছে বলেও উল্লেখ করেন।

এর আগে বাসন্তী চাকমার মা ও ছেলে করোনায় আক্রান্ত হন।

বাংলানিউজকে বাসন্তী চাকমা বলেন, বেশ কিছুদিন ধরে মা ও ছেলে করোনায় আক্রান্ত ছিল। তারা কিছুটা সুস্থ হতেই এখন আমিও করোনায় আক্রান্ত হলাম। সবাইকে তার পরিবারের সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়:  ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।