ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিশু সন্তানের সামনে বাসের ধাক্কায় মারা গেল মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
শিশু সন্তানের সামনে বাসের ধাক্কায় মারা গেল মা

ঢাকা: রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

এ দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা সাত থেকে আট বছরের তার এক সন্তান আহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর এলাকার বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনায় ওই নারী মারা যায়।

এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহেদুল ইসলাম।


তিনি জানান, পুলিশ জানতে পারে একটি বাসের ধাক্কায় ওই নারী মারা গেছেন। এ ঘটনার সময় তার সন্তান আহত হয়েছে। তবে, সে বর্তমানে ভালো আছে।

গুলশান থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বৈশাখী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় রোকেয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে। বাস জব্দ করা হয়েছে। নিহত নারীর স্বামীর নাম জাকির হোসেন। তিনি পরিবারের সঙ্গে থাকত দক্ষিণ বাড্ডা এলাকায়। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।