ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাফ নদীতে জেলেদের ওপর গুলিবর্ষণ, নিখোঁজ এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
নাফ নদীতে জেলেদের ওপর গুলিবর্ষণ, নিখোঁজ এক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এসময় গুরা মিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।


 
বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

এর আগে ভোরে টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়। ।  
 
নিখোঁজ ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।  
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২  ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে যায়। একপর্যায়ে তারা মিয়ানমার জলসীমায় চলে গেলে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে  বিজিপি সদস্যরা। এসময় এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছে। খবরটি নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।