ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
পার্বতীপুরে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ১

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে খুলনা-চিলাহাটীগামী আন্তঃনগর এক্সপ্রেস তিতুমীর ট্রেন-পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় লিমন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সহকারি পিকআপ চালক লিমন (২০) নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া ভেলাইপাড় অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।

লিমন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ওই পিকআপভ্যানের সহকারি ছিলেন।

এ ঘটনায় পিকআপভ্যান চালক দেলোয়ার হোসেন ও মুরগি ব্যবসায়ী মাসুম (২২) গুরুত্বর আহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাসুমের মামা মনজুরুল ইসলাম বলেন, তারা সকালে সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে আসে ঝাইপাড়া গ্রামে। মুরগির বাচ্চা দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, রাস্তার দুইপাশে বাশঝাড় ও জঙ্গলের কারনে এ দুর্ঘটনা ঘটেছে। রেলগেটের কাছে না গেলে ট্রেন দেখা যায় না।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।