ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুক্তাগাছায় লরিচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
মুক্তাগাছায় লরিচাপায় কিশোর নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় লরিচাপায় মো. মাহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে মুক্তাগাছা পৌর শহরের বড়হিস্যা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহিন পৌর এলাকার মনিরামবাড়ি এলাকার বাসিন্দা জুলহাস মিয়ার ছেলে।  

এ  ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, সড়কের পাশে দাঁড়িয়েছিল মাহিন। এ সময় তেলবাহী একটি লরি তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় মাহিনকে উদ্ধার করে স্থানীয়রা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, ঘাতক লরিটিসহ চালক তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।