ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক মামলায় সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তার আসামি হলেন আবু সালেহ (মুরাদ)।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিরকান্দি গ্রামের মো. চুন্নু মিয়ার ছেলে।

রোববার (২৩ জুন) দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, রায়ের পর থেকে আসামি আবু সালেহ (মুরাদ) দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ