ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে চিপস কিনতে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
চাঁদপুরে চিপস কিনতে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে নিহত দুই শিশু ওমর ফারুক ও জিহাদ হোসেন মানিক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের একটি দোকান থেকে চিপস নিয়ে বাড়িতে রওনা হয় ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামে দুই শিশু। পথে তারা নিখোঁজ হয়।

পরবর্তীতে তাদের মরদেহ মিলে বাড়ির পাশের পুকুরে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, বিকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এই ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গুপীনাথ।  

তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।