ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে ২ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বোয়ালমারীতে ২ ডাকাত গ্রেফতার বোয়ালমারীতে ২ ডাকাত গ্রেফতার।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রাম থেকে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতাররা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার ব্যাংডোরা গ্রামের মৃত পাচু সরদারের ছেলে আনোয়ার হোসেন ওরফে নান্নু সরদার (৪০) ও রাজবাড়ীর গোয়ালন্দ থানার ইদ্রিস ব্যাপারীর পাড়া এলাকার মোহন শেখের ছেলে জমির শেখ (৩৫)।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে গ্রেফতাররা ছোলনা গ্রামে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।