ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তরা থেকে মলম পার্টির সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
উত্তরা থেকে মলম পার্টির সদস্য গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরার পূর্ব থানা এলাকা থেকে গাঁজাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম শ্রী বিশ্বজিৎ রায়।

অভিযানে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল, একটি পাসপোর্ট ও ৩০টি চেতনানাশক ডরমিকাম ট্যাবলেট জব্দ করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে উত্তরার আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ঢাকাসহ আশ-পাশের এলাকায় বিশ্বজিৎ গাঁজা বিক্রি করতেন। পথচারীদের চেতনানাশক ট্যাবলেট কৌশলে সেবন করিয়ে অচেতন করে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতেন তিনি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।