ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

সড়কে পড়ে আছে রক্ত, মরদেহ হাসপাতালে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সড়কে পড়ে আছে রক্ত, মরদেহ হাসপাতালে 

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোটরসাইকেলচালক ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড়ের কসাইপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার স্থলে ফারুকের রক্ত পড়ে থাকতে দেখা যায়।  

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা গোদাগাড়ীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।  

তিনি আরও বলেন, এ ঘটনায় মাইক্রোবাসচালকে আটক করা হয়েছে। ওই মাইক্রোবাসটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের। এ ঘটনায় থানায় মামলা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।