ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ ড্রেজার ও বলগেট মালিককে দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা প্রশাসনের আরডিসি মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন ।

আরডিসি মো. বশির গাজী বলেন, সুগন্ধা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করত একটি অসাধু চক্র। এতে নদীর পাড় ভেঙ্গে যায়। অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ড্রেজার ও বলগেট মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে মোট দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।