ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ফিলিং স্টেশনের পাশে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
বগুড়ায় ফিলিং স্টেশনের পাশে এক ব্যক্তির মরদেহ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কানতারা গ্রামের স্থানীয় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ওই এলাকার গোলতারা গ্রামের মৃত আসাদ সরদারের ছেলে। তিনি নামুজা বন্দরের নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গতরাত ৩টায় নুরুল তার সহকর্মীদের অসুস্থতার কথা বলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। এরপর সকালে তার মরদেহ পাওয়া যায়।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।