ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
গোপালগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ওবায়দুল হাওলাদারকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে কোটালীপাড়া থানায় সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার সেকেরহাটের শ্যামলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ওবায়দুল হাওলাদার কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামের বিশা হাওলাদারের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য পায় যে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকা জেলার সেকেরহাট থানা এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সেকেরহাট থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে ওবায়দুলকে আটক করে। সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক আসামি।

বাংলাদেশ সময়: ১৪১১, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।