ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
নবীগঞ্জে মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ এলাকায় মা ও বাবাকে চরমভাবে অপমান, তাদের গায়ে আঘাত ও ঘরের জিসিনপত্র ভাঙচুরের অভিযোগে সামাদুল হোক ইমন (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের ভ্রাম্যমান আদালতে তাকে শাস্তি দেওয়া হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত ইমন রাজাবাদ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, ইমন মাদকাসক্ত। বেশ কিছুদিন ধরে তিনি তার মা ও বাবাকে মারধর করছিলেন। নির্যাতনের শিকার মায়ের লিখিত অভিযোগের ফলে ভ্রাম্যমান আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।  

তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।