ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

গ্রেফতার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমি‌তির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
গ্রেফতার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমি‌তির মানববন্ধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের এক ছাত্রীকে ধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতারদের দ্রুত বিচার এবং শিক্ষার্থী ও শিক্ষক‌দের ওপর হামলার ঘটনায় দোষী‌দের গ্রেফতার ও বিচা‌রের দাবিতে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক সমি‌তি।

শ‌নিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টা থে‌কে ঘণ্টাব্যাপী বিশ্ব‌বিদ্যাল‌য়ের সামনে গোপালগঞ্জ টু‌ঙ্গিপাড়া সড়‌কে এ মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

কর্মসূ‌চি‌তে বিপুল সংখ্যক শিক্ষার্থী বি‌ভিন্ন লেখা প্লাকার্ড নি‌য়ে অংশ নেয়।

কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক একিউএম মাহবুব, প্রক্টর ড. রাজিউর রহমান. শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ কামরুজ্জামান, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মো. শাহজাহান, শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট বাধঁন মনি প্রমুখ বক্তব্য দেন।

এরআগে, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে গ্রেফতারদের ফাঁসিসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে।

প্রসঙ্গত, এ ঘটনায় র‌্যাব ৬ জনকে গ্রেফতার করলেও শনিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।