ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পদ্মা বাইপাস সড়কে ভাঙা সেতু দিয়ে যান চলাচল ব্যহত হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন পদ্মা নদী সংলগ্ন বাইপাসে দোহার ডায়াগজারিয়া-ডায়ারকুম এলাকায় করুনাময় খালের উপর এলজিইডি নির্মিত জরাজীর্ণ সেতুটির মধ্যস্থল ভেঙে গেছে। জনগুরুত্বপূর্ণেএ সেতু দিয়ে যান চলাচল করতে না পারায় দুর্ভাগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা।

এছাড়া খাল পাড়ের গার্ড ওয়ালও ভেঙে পড়ে ঝুঁকিতে রয়েছে সড়ক পথ। এতে সুতারপাড়া, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নবাসী, নবাবগঞ্জ উপজেলার ঢাকাগামী যাত্রীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে  যাতায়াত করছেন প্রতিনিয়ত।

এ সময় স্থানীয়রা বলেন, ‘কতো নিউজ অইলা, কাম অয় না। কি অইবো নিউজ কইরা?’

তারা জানান, এ সড়কটি দোহার-শ্রীনগর সড়কের মুকসুদপুর পদ্মা কলেজ থেকে  শুরু হয়ে আল-আমীন বাজার হয়ে নিকড়া এলাকার জয়পাড়া-গালিমপুর-টিকরপুর সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। ১৯৮৯ সালে করুনাময় খালের উপর এলজিইডি সেতুটি নির্মাণ করে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ঠ দফতরে একাধিকবার জানানো হলেও কাজ হচ্ছে না।

শিউলী আক্তার নামে এক গৃহবধূ  জানান, কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে করুনাময় খালের পানির স্রোতে গার্ড ওয়াল ভেঙে সড়ক পানিতে ডুবে যায়।   সেতু ভেঙে যাওয়ায়  আমরা ভোগান্তিতে পড়ছি। দ্রুত সেতুটি মেরামত না করলে এলাকাবাসী আরও ভোগান্তিতে পড়বেন।

ডায়াগজারিয়া গ্রামের মজিবর রহমান বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় চার কিলোমিটার ঘুরে ঢাকায় যেতে হচ্ছে।

কৃষক মাসুদ রানা বলেন, সুতারপাড়া গ্রাম থেকে আমরা কয়েকজন কৃষক আরিয়াল বিলে ঘাস কাটতে যাই।   সেতুটি ভেঙে গেলে পাঁচ কিলামিটার ঘুরে আরিয়াল বিলে যেতে হবে।

সওজ, মুন্সিগঞ্জ রেঞ্জের উপ-বিভাগীয় প্রকশলী ফাহিম রহমান খান বলেন, বিষয়টি আমাদের জানা আছে। সড়ক ও সেতুর সমস্যা সমাধান প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।