ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত‍্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
গফরগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত‍্যা প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চুরি করার অভিযোগে মো. হেলাল উদ্দিন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

হেলাল স্থানীয় বড়বড়া গ্রামের চৌধুরী কান্দা এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে।  


পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নিহত হেলালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  

এ হতার ঘটনায় হেলালের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ওসি আরও জানান, রোববার রাতে বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকার ওয়াহেজ উদ্দিনের বসতঘরের দরজার নিচের মাটি সরিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করেন হেলাল। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হেলালকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পরে তারা হেলালের হাত পা বাঁধা মরদেহ স্থানীয় চৌধুরী কান্দা এলাকায় তার বাড়ির সামনে ফেলে রাখে।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।