ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীর দক্ষিণখানে নারীসহ তিনজন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
রাজধানীর দক্ষিণখানে নারীসহ তিনজন দগ্ধ

ঢাকা: রাজধানীর দক্ষিনখানের একটি বাসায় গ্যাসের লাইন সংযোগ দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে আগুনে এক নারী সহ তিন জন দগ্ধ হয়েছে।  

সোমবার (৭মার্চ) রাতে দক্ষিণখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসার পাঁচতলায় ঘটনাটি ঘটে।

তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন  বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫), মোঃ শাকিব (২৬) ও মোঃ জসিম (৪০)।

দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানান, বাসার নিচতলা থেকে গ্যাস লাইন পাঁচতলায় সংযোগ দেওয়া হয়েছিল। কাজ শেষ করে অটোচুলা চালু করলে সারা ঘরে আগুন লেগে যায়। এতে তার স্ত্রী মনিরা বেগম সহ কোম্পানির দুই কর্মচারি দগ্ধ হয়।

আনোয়ার হোসেন জানান, এ সময় ঘরের আসবাবপত্র কিছু আগুনে পুড়ে যায়। পরে দগ্ধ তিনজনকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে টে নিয়ে আসি।  

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দক্ষিণখান থেকে এক নারী সহ তিনজন দগ্ধ ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে মনিরার ২২ শতাংশ, শাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।