ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
রাজশাহীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ 

রাজশাহী: রাজশাহীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (০৯ মার্চ) এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও রাজশাহী জেলা প্রশাসন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিচালক (অতিরিক্ত সচিব) আবু বকর সিদ্দিক। এছাড়া রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শুরুর প্রথম দিন ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পর্যায়ক্রমে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইউপি চেয়ারম্যানদের আগামী ১২ মার্চ পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ চলবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।