ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় হাফিজুর রহমান আকিল (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় সে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলে রেললাইন ধরে হাঁটছিল বলে পুলিশ জানিয়েছে।

 বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সোয়া ৯টায় মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল আরেফিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। নিহত আকিল উপজেলার সাকুচাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও সালেহাবাদ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, আকিল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে বের হয়। সে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিল। এ সময় শাহজিবাজার স্টেশন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল নামের ট্রেনটির ধাক্কা লেগে সে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে আকিলের মৃত্যু হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই শামছুল আরেফিন বাংলানিউজকে বলেন, কানে হেডফোন লাগানো থাকায় সে ট্রেনের শব্দ শুনতে পায়নি। এতে দুর্ঘটনার শিকার হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।