ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাবির ভাষা ইনস্টিটিউটে জাপানের ৭৫ লাখ টাকার অনুদান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
ঢাবির ভাষা ইনস্টিটিউটে জাপানের ৭৫ লাখ টাকার অনুদান

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি কর্মসূচি উন্নয়নে ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছে জাপান।

রোববার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক গ্রাসরুট প্রকল্পের আওতায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদের সঙ্গে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাপানি ভাষার কোর্স অফার করে আসছে। এখানে ১৯৮৩ সালে জাপানি ভাষায় ৪ বছরের উচ্চতর ডিপ্লোমা কোর্স চালু করা হয়।

আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রতি বছর প্রায় ৪০০ জন শিক্ষার্থীর জন্য জাপানি ভাষায় বেশ কিছু নন-ডিগ্রি সার্টিফিকেট কোর্স রয়েছে। এই বছর জাপান- বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার আরও প্রসার ঘটবে বলে আশা করছে জাপান দূতাবাস।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।