ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইসলামপুরে রয়েল টাওয়ারে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ইসলামপুরে রয়েল টাওয়ারে অগ্নিকাণ্ড ফাইল ফটো

ঢাকা: পুরান ঢাকার ইসলামপুর রয়েল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার বাংলানিউজকে জানান, ইসলামপুর এলাকার ৪ নম্বর আহসানউল্লাহ রোডের রয়েল টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরো দুইটি ইউনিট পাঠানো হয়। দুপুর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।  

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান শাহজাহান শিকদার।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।