ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিরামপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
বিরামপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে চার কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

 

এর আগে ভোরের দিকে উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার আখিঘটনা (বোরঙ্গা মোড়) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪৮), মৃত নজিমুদ্দিনের ছেলে একরামুল হক (৪৫) ও একই উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত তজিমুদ্দিনের ছেলে রইচ উদ্দীন বাবু (৩৫)।  

ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে দেশমা বাজার এলাকা থেকে ওই তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় আকবর হোসেন নামে একজন কৌশলে পালিয়ে যান। গ্রেফতার তিনজনের কাছ থেকে চার কেজি গাঁজা এবং ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে গ্রেফতারদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।